মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী জোটের যুদ্ধবিরতি

|

কয়েক মাস ধরে লড়াইয়ের পর মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীদের জোট। খবর রয়টার্সের।

শুক্রবার (১১ জানুয়ারি) মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ এই সমঝোতা করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তাবাহিনী। এরইমধ্যে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী।

এর আগে গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলের তিন সশস্ত্র সংগঠন, এনডিএএ, টিএনএলএ এবং আরাকান আর্মি জোট গঠনের ঘোষণা দেয়। শুরু হয় জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই। এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় কয়েকশ’ জান্তা সদস্য নিহত হয়েছে। এরই প্রতিক্রিয়ায় অবশেষে সমঝোতা হলো দুই পক্ষে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply