বিমানবন্দরে পাওয়া এলিয়েন মমি আর কিছু নয়, বরং পশুর হাড় দিয়ে তৈরি পুতুল: পেরু

|

পেরুর লিগ্যাল মেডিসিন ইনস্টিটিউট দ্বারা 'এলিয়েন মমি'র ওপর পরিচালিত একটি এক্স-রে এবং গবেষণায় দেখা যায় মমিটি পশুর হাড় দিয়ে তৈরি একটি পুতুল মাত্র। ছবি: রয়টার্স।

গত বছর সোশাল মিডিয়ায় তোলপাড় করা আবিষ্কৃত এলিয়েন মমি আর কিছু নয়, বরং ছিল পশুর হাড় দিয়ে তৈরি একটি পুতুল মাত্র। এ তথ্য নিশ্চিত করেছেন পেরুর বিশেষজ্ঞ ও দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেল বছর অক্টোবরে পেরুর লিমা বিমানবন্দরে রহস্যজনকভাবে পাওয়া যায় একজোড়া ‘এলিয়েন মমি’। পরবর্তীতে, সোশাল মিডিয়ায় মমিটির ছবিসহ বেশ তোলপাড় সৃষ্টি হয় ।

তবে বিভিন্ন গবেষণার পর পেরুর ইনস্টিটিউট অফ লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্স এর প্রত্নতাত্ত্বিক ফ্লাভিও এস্ট্রাদা এক সংবাদ সম্মেলনে জানান, এই পুতুলটি তিন আঙ্গুলযুক্ত হাতের প্রাণী ও মানুষের হাড় আধুনিক সিন্থেটিক আঠা দিয়ে একত্রিত করা হয়েছে যা দেখতে এলিয়েন মমির মতো। এটি কোন বহিজাগতিক অথবা আন্তঃজাগতিক প্রজাতি কিছুই নয়।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply