হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত দিল্লি, তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে

|

তীব্র ঠান্ডা আর প্রবল শীতল বাতাসে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লির জনজীবন। শনিবার (১৩ জানুয়ারি) কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আগামী কয়েক দিনও এমন পরিস্থিতির জারি থাকবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ঘন কুয়াশর কারণে রেড অ্যালর্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। বৈরী পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল।

দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটে। হাইওয়েতেও যান চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে, বেড়েছে দুর্ঘটনা। তীব্র ঠান্ডার মাঝেই বায়ুদূষণের কারণে পরিস্থিতি আরও অবণতি হচ্ছে। শনিবার সকালেও বাতাসের গুণগত মান রেকর্ড হয়েছে ৩৬৫।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply