উখিয়ায় মিনিবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ায় সী লাইন মিনিবাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ৬ জন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফিজুল ইসলাম (২৮) টেকনাফের রশিদ আহমদের ছেলে।

আহতরা হলেন নিহত মুফিজুলের স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের শিশু সন্তান এবং হামিদ হোছন (৪০)।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, সন্ধ্যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা ও কক্সবাজারগামী মিনিবাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। এসময় আহত হন শিশুসহ আরও ৬ জন৷

সিএনজি ও সী লাইন মিনিবাস গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply