গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব

|

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে বিক্ষোভ করছে হাজারো মানুষ। ছবি: আল জাজিরা।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। শনিবার (১৩ জানুয়ারি) দেশে দেশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এদিন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজপথে নেমে আসে হাজারো ফিলিস্তিনপন্থীরা। প্লাকার্ড, পতাকা হাতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন তারা। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করতে জো বাইডেনের প্রতি আহ্বান জানান তারা। কঠোর ভাষায় নিন্দা জানান নেতানিয়াহু ও মার্কিন প্রশাসনের।

গাজায় নির্বিচার বোমা হামলা বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যেও। লন্ডনে চার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। যুদ্ধবিরতি কার্যকরে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জানান আহ্বান।

এছাড়া জাপান, ইতালি, গ্রিস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ আরও অনেক দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হয়েছে প্রতিবাদ সমাবেশ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply