প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

সবার আগে প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (১৪ জানুয়ারি) নিজ মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রত্যন্ত এলাকায় কাজ করার সুবাদে সেখানকার সুযোগ সুবিধাগুলো সম্পর্কে তিনি অবগত। এছাড়া প্রত্যন্ত এলাকাগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে, ঢাকায় রোগীর চাপ কমবে বলেও জানান তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সিলেটের বানিয়াচংয়ে কাজ করার সময়, সেখানে ভালো রাস্তাঘাট ছিল না। নৌকা বা সাইকেলে চড়ে যেতে হতো। কিন্তু এখন রাস্তাঘাট হয়েছে।

এছাড়াও, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স জানিয়ে মন্ত্রী বলেন, কোনও অনিয়ম সহ্য করা হবে না। এ সময় মন্ত্রী গ্রাম-গঞ্জের প্রত্যেকটি হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply