যুদ্ধ নয়, সরকারের মহাদুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে: রিজভী

|

রুশ-ইউক্রেন যুদ্ধ কিংবা ফিলিস্তিন-ইসরায়ের অস্থিরতার কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি হয়নি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, সরকারের মহাদুর্নীতি ও অর্থপাচারের কারণেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, সকল পণ্যের মূল্য এখন জনসাধারণের নাগালের বাইরে। কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা ক্ষুধার্ত জনগণের সঙ্গে রসিকতা করছেন।

রিজভী আরও বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। লজ্জা বিসর্জন দিয়ে অবৈধভাবে ক্ষমতা আকড়ে রাখতে চায় সরকার, এমন মন্তব্যও করেছেন বিএনপিযুগ্ম মহাসচিব।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply