ইয়েমেনে হামলার পরই ইরানকে ব্যক্তিগত বার্তা যুক্তরাষ্ট্রের

|

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলার পর ইরানকে ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৩ জানুয়ারি) এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএন এর।

বাইডেন জানান, দ্বিতীয় দিনের হামলার পর রাঈসি প্রশাসনকে এ বার্তা পাঠানো হয়। তাতে নিজেদের পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি এবং দৃঢ় মনোবলের বার্তার কথা জানান দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে তেহরানকে সংঘাতে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাঈসি প্রশাসন।

লোহিত সাগরে সম্প্রতি একের পর এক হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়েছে হুতি বিদ্রোহীরা। এসব হামলার অস্ত্র এবং গোয়েন্দা তথ্য সরবরাহের জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই সেসব অস্বীকার করছে দেশটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply