ভরা মৌসুমেও নাগালের বাইরে সবজি

|

ভরা মৌসুমেও সবজির চড়া দামে নাকাল রাজধানীর ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এই পরিস্থিতিতে ক্রেতারা বাজার তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন।

প্রতি কেজি করলা, বেগুন, সিম এর জন্য গুনতে হবে ৯০ থেকে ১০০ টাকা। মাঝারি আকারের লাউয়ের জন্য গুনতে হয় ১০০ টাকা। আর ৬০ টাকার নিচে মিলছে না ফুলকপি, বাধাকপি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।

প্রতি কেজি আদা-রসুনের জন্য খরচ করতে হবে ২২০-২৩০ টাকা। ৬০ টাকা কেজির নিচে মিলছে না নতুন আলু। ক্রেতারা বলছেন, শীতের মৌসুমে সাধারণত সবজির যোগান ও দাম কমে। এবার সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও দাম তুলনামুলকভাবে চড়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply