পশ্চিম তীরে চালানো ইসরায়েলি সাঁড়াশি অভিযানে প্রাণ হারালেন তিন শিশু’সহ পাঁচ ফিলিস্তিনি। রোববার (১৪ জানুয়ারি) রাতেই আটক হয়েছেন ২৫ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, পৃথক অভিযানে ইসরায়েলি সেনাদের ছোঁড়া গুলিতে প্রাণ হারান ঐ ফিলিস্তিনিরা। তাছাড়া নাবলুস শহরের আন-নাজাহ্ বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট করছিলেন একদল শিক্ষার্থী। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে পশ্চিম তীরে অন্যায়ভাবে যে ধরপাকড় চলছে, সেটিরও নিন্দা জানায় শিক্ষার্থীরা।
বিক্ষোভ দমনে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চালানো হয় ধরপাকড়। একইদিন, কালকিলিয়া এলাকায় ইসরায়েলি কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া দুই ফিলিস্তিনির বাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগ ওঠে, তারা নাশকতায় ইন্ধন যোগাচ্ছেন। দীর্ঘদিন কারাভোগ করা ফিলিস্তিনি বন্দি নায়েল-বারগুতি’র বাড়িতেও চলে তল্লাশি।
\এআই/
Leave a reply