কয়েক সপ্তাহের বিতর্ক ও নাটকীয়তার পর, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ চুড়ান্ত হলো ব্রেট কাভানের। শনিবার আনুষ্ঠানিক ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সিনেটরের সমর্থন পান তিনি।
কাভানের নিয়োগ নিশ্চিত হওয়াকে দেখা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় হিসেবে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের অবস্থান শক্ত হল বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাইয়ে ব্রেট কাভানেকে প্রধান বিচারপতি পদে মনোনীত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তার বিরুদ্ধে ওঠে যৌন হয়রানির অভিযোগ। এফবিআই’র তদন্তে অভিযোগ থেকে অব্যাহতি পান ৫৩ বছর বয়সী কাভানে। তবে কাভানের নিয়োগের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। গোয়েন্দা প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
Leave a reply