ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর উল্লাসের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) রাতে পাগলা থানায় মামলাটি দায়ের করেন নিহতের পুত্র দিপ্ত। মামলায় রুবেল মিয়াকে একমাত্র আসামী করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পাগলা থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার বলেন, হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত হন রুবেল মিয়া। তাকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গফরগাঁওয়ে খুন করে প্রকাশ্যে উল্লাস হত্যাকারীর
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।
/এনকে
Leave a reply