হামাসের নতুন একটি টানেলের সন্ধান পাওয়ার দাবি ইসরায়েলের

|

সেনা সদস্যের বডিক্যামে ধারণ করা ভিডিওতে দেখানো হয় টানালের ভেতরের অবকাঠামো। ছবি: টাইমস অব ইসরায়েল।

গাজায় হামাসের নতুন আরও একটি টানেলের সন্ধান পাওয়ার দাবি করলো ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় ।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার টানেলের ভিডিও প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। জানায়, গাজার সালাহ আল-দিন সড়কের নিচে পাওয়া গেছে এই সুড়ঙ্গ। সেনা সদস্যের বডিক্যামে ধারণ করা ভিডিওতে দেখানো হয় টানালের ভেতরের অবকাঠামো। এসময় বিভিন্ন আসবাবপত্রও দেখা যায় ভিডিওতে।

তেলআবিবের দাবি, এটিই হামাসের প্রথম সুড়ঙ্গপথ। যদিও এ দাবির স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি আইডিএফ। স্থল অভিযানে এখন পর্যন্ত হামাসের বেশ কয়েকটি টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ, হামলা চালানোসহ নানা সামরিক কাজে হামাস এসব টানেল ব্যবহার করতে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply