ইসরায়েলগামী আরও একটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা

|

ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলগামী আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হামলার তথ্য জানায় হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। বলেন, সতর্কবার্তা দেয়া হলেও তা উপেক্ষা করেছে জাহাজের ক্রুরা। এরপরই চালানো হয়েছে হামলা। তাদের মিসাইল সরাসরি জাহাজে আঘাতে হেনেছে বলেও দাবি ইয়াহিয়ার।

পন্যবাহী জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিটাইম ট্রেড অপারেশন্স। জাহাজে ক্রু ছিলো ২৪ জন। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন পন্যবাহী জাহাজটির নাম জোগ্রাফিয়া। ইয়েমেনের সালেফ বন্দর থেকে ৭৬ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় জাহাজটি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply