চুয়াডাঙ্গায় ফের মৃদু শৈত্য প্রবাহ, কনকনে শীতে বিপন্ন জনজীবন

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

মাঘের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে ওঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। গত দু’দিন আগেও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে গিয়েছে। গত রোববার ও সোমবার আবার তাপমাত্রা বেড়ে গেলেও আজ বুধবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা দাড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ।

গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার এই অস্বাভাবিক আচরনের এই এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে।

সকাল থেকে মধ্য দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দুপুরের পর সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে সূর্যের উত্তাপ ছড়াতে পারছে না। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার কারণে বেশি কষ্টে রয়েছেন জেলার নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষেরা। তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালের শয্যার চেয়ে কয়েকগুন বেশি রোগী ভর্তি থাকছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। দু’একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা উঠানামা করবে আরও কয়েকদিন।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply