রোনালদোকে পেছনে ফেলে টানা সপ্তমবারের মতো এশিয়ার সেরা সন

|

ছবি: সংগৃহীত

গেলো বছর ফর্মের তুঙ্গে থাকলেও ফিফা বর্ষসেরার লড়াইয়ে শীর্ষ তিনেও ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এশিয়ার সেরা ফুটবলার হওয়াও হলো না পর্তুগিজ তারকার। রোনালদোকে পেছনে ফেলে এশিয়া সেরার পুরস্কার জিতেছেন সন হিউং মিন। এ নিয়ে টানা সপ্তম এবং সবমিলিয়ে নবমবারের মতো এশিয়া সেরা নির্বাচিত হলেন টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। এ তালিকায় সেরা দুইয়েও জায়গা হয়নি রোনালদোর।

৩১ বছর বয়সী সন ২২.৯ শতাংশ ভোট পেয়েছেন। তার স্বদেশী বায়ার্ন মিউনিখ তারকা কিম মিন-জায়ে পেয়েছেন ১৯.৫৪ শতাংশ ভোট। ১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন রোনালদো।

পুরস্কার না জিতলেও, ২০২৩ সালে শীর্ষ পর্যায়ের ফুটবলে সবার চেয়ে বেশি গোল করেছেন রোনালদো। ৩৮ বছর বয়সী এই উইঙ্গার গত বছর ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মোট ৫৩টি গোল করেছেন। বয়সকে নিয়মিত বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

হ্যারি কেনের বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের অধিনায়কত্ব সন হিউং-মিনের কাঁধে গেছে। ক্লাবটির প্রথম এশীয় অধিনায়ক তিনিই। অন্যদিকে, নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলেরও। যদিও ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপা জেতা হয়নি সনের। তবে এই মৌসুমে শিরোপা জয়কে পাখির চোখ করেছেন তিনি। এই মুহূর্তে জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপে খেলছেন সন। প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে শুরুটাও হয়েছে দারুণ।

আগামী শনিবার (২০ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে তারা জর্ডানের মুখোমুখি হবে। এরপর ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। সনের দল টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে পারলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তাকে দলে পাবে না স্পার্সরা।

/আরআইএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply