গাজায় হামাসের গোয়েন্দা বিভাগের শীর্ষ এক নেতাসহ ৬ ফিলিস্তিনিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বুধবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করে আইডিএফ। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মোট ছয় ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে বিলাল নোফাল নামে এক হামাস নেতা রয়েছে। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন।
বিলালের মৃত্যুতে হামাসের সক্ষমতায় বড় ধরণের প্রভাব পড়বে বলে দাবি করা হয় বিবৃতিতে। এছাড়াও, খান ইউনিসে বিমান হামলায় ৩ জন ও দক্ষিণাঞ্চলের শেখ এজালিন এলাকায় ২ হামাস যোদ্ধার মৃত্যু হয়।
উল্লেখ্য, গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা চলছে। গত ২৪ ঘণ্টায় গাজার ১৫টির বেশি স্থানে বড় ধরণের বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ। এতে প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়। এখন পর্যন্ত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ২৪ হাজার তিনশ’র কাছাকাছি প্রাণহানি ঘটেছে।
/আরএইচ
Leave a reply