চীনকে শত্রু মনে করা উচিত যুক্তরাষ্ট্রের: নিকি হ্যালি

|

ছবি: গেটি ইমেজ

চীনকে যুক্তরাষ্ট্রের শত্রু আখ্যা দিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। বুধবার (১৭ জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

এসময় চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন তিনি। চীনকে মোকাবেলায় বর্তমানে সরকারকে আরও কঠোর পদক্ষেপ দরকার বলেও মন্তব্য করেন হ্যালি। তার দাবি, চীন যুক্তরাষ্ট্রকে তাদের শত্রু হিসেবে দেখে। কাজেই মার্কিনিদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। নিকি হ্যালি বলেন, চীনকে বলতে চাই, ফেন্টানিলের মাধ্যমে মার্কিনিদের হত্যা বন্ধ না করা পর্যন্ত তোমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) হ্যালির সমর্থকদের চীনপন্থী বলেছিলেন আরেক প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply