নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৩

|

ছবি: বিবিসি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৭ জন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে এ দুর্ঘটনা। খবর রয়টার্সের।

প্রতক্ষ্যদর্শীদের দাবি, শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২০টি ভবন কেঁপে উঠে। ধসে পড়ে কয়েকটি ভবন। এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে আটকে পড়াদের উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

ওয়ো শহরের গভর্নর বলেন, ব্যক্তিগত বাসভবনে একটি সংরক্ষিত বিস্ফোরক ছিল। সেটি বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণের আতঙ্কে রাস্তায় অবস্থান করতে দেখা যাচ্ছিল আতঙ্কিত বাসিন্দাদের।

স্থানীয় প্রশাসন জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অবৈধ খনির খনন কাজে ব্যবহারের জন্য রাখা বিস্ফোরক থেকেই ঘটেছে এ দুর্ঘটনা। এতে হতাহত হয়েছে অনেকে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply