গার্মেন্টস কর্মীদের জন্য টিসিবির আলাদা কার্ড করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

|

যেসব এলাকায় শ্রমিকদের বসবাস বেশি সেখানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম পরিচালনায় বাড়তি গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান তিনি।

টিসিবি ডিলারদের জবাবদিহিতা নিশ্চিতে তাদের লাইসেন্স নবায়ন করার ব্যবস্থা রাখা হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেছন, ভয়-ভীতি বা জরিমানা করে নয়, বরং সবপর্যায়ের ব্যবসায়ীদের আস্থায় এনেই সরকার পণ্যমূল্য তদারকি করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে। এরইমধ্যে ২০ লাখ কার্ড প্রস্তত হয়েছে। জানুয়ারি মাসের জন্য টিসিবি সারাদেশে এককোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে এই পণ্য বিক্রি করছে। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা দরে ৫ কেজি চাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply