শীতের পুরো মৌসুমেই সবজির বাজারে এবার স্বস্তি নেই। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দর কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। পটল, কাঁচামরিচ আর লাউয়ের দিকে তাকানোর উপায় নেই সাধারণ মধ্যবিত্তের।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাজার ঘুরে দাম বৃদ্ধির চিত্রের দেখা মেলে। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর সাথে প্রান্তিকের দরে বিস্তর ফারাক।
সাধারণ ক্রেতারা জানান, সবজির দাম বৃদ্ধিতে তারা স্বস্তিতে নেই। অপরদিকে, শীতের দোহাই দিয়ে ব্যবসায়ীরা বলছেন, গ্রামাঞ্চলে অতিরিক্ত শীতের কারণে ফসল তুলতে পারছেন না কৃষকরা। ফলে এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে।
ব্যবসায়ীরা জানালেন, শীত কিছুটা কমে এলে সবজির সরবরাহ বাড়বে। তখন সবজির দাম কমতে পারে। কয়েকদফা হাতবদলের কারণেই সবজির দাম অযথা বাড়ে।
এদিকে, মাছ বাজারে যোগান বেড়েছে ইলিশের। এখনও স্থিতিশীল না পোল্ট্রি বাজার।
/এমএন
Leave a reply