চালের দাম নিয়ন্ত্রণে রাজধানীর বাজার পরিদর্শন খাদ্য মন্ত্রণালয়ের

|

চালের দাম নিয়ন্ত্রণে রাজধানীর বাজার পরিদর্শন করছে খাদ্য মন্ত্রণালয়ের পরিদর্শন দল। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে কারওয়ান বাজারে চালের আড়তে যান তারা। এ সময় ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখার নির্দেশনা দেয়া হয়, পরিদর্শন দলের পক্ষ থেকে।

ব্যবসায়ীরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে, গেলো কয়েকদিন ধরেই জাত ভেদে কেজি প্রতি ৭ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে মূল্য বৃদ্ধির জন্য বরাবরের মতোই মিলারদের দায়ী করেন ব্যবসায়ীরা। পরিদর্শনে গিয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কুলদ্বীপ চাকমা জানান, দু’দিন বাজার পর্যবেক্ষণ করা হবে। এরপর যারা দাম বাড়ার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply