আবারও বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীতের অনুভূতি

|

ফাইল ছবি

চলতি মাসের শেষ নাগাদ খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের দেয়া সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া, দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও এলাকায় বিস্তার ঘটাতে পারে।

শনিবারে পাওয়া সবশেষ তথ্য অনুসারে- নওগাঁ’র বদলগাছিতে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ (শনিবার) দেশের কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার ঘনত্ব কমে আসায়, সারাদেশে দিনের বেলা শীতের অনুভূতি কম থাকবে। তবে, রাতে অনুভূত হবে শীত।

এদিন, রাজধানী ঢাকায় দিন ও রাতে অর্থাৎ সবসময়ই শীতের অনুভূতি কম থাকবে। ইতোমধ্যে কুয়াশা সরে যাওয়ায় ঢাকায় দেখা মিলছে সূর্যেরও। অবশ্য, উত্তরের জনপদগুলোয় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষজন। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই তাদের যেতে হচ্ছে কর্মস্থলে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে অধিদফতর জানিয়েছে, এ সময়ের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আর আগে গত ১৮ জানুয়ারি বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। হয়েছিলও তাই। ওইদিন খুলনা, যশোর, বরিশালসহ দেশের দক্ষিণের নানা স্থানে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল রাজধানীতেও।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply