তীব্র শীতে রাজশাহীতে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

|

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

শীতের তীব্রতা বাড়ায় রাজশাহী জেলার সকল পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানানো হয়।

রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।

রাজশাহী আবহাওয়া অফিসর তথ্য অনুযায়ী, রাজশাহীতে গতকাল শনিবার সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমবে।

রাজশাহী আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত কয়েকদিন থেকেই দিনের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এছাড়া, আগামী ৭ দিনের পূর্বাভাসে দিনের তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এরমধ্যে দিনে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ৭ দিন পর বৃষ্টি হয়ে দিনের তাপামাত্রা বাড়তে পারে।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply