সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যসহ নিহত ১০

|

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনে হতাহতদের বের করে আনতে তৎপরতা চলে। ছবি : আল জাজিরা

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তাতে প্রাণ গেছে ১০ জনের।

নিহতদের মধ্যে ৫ জন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসির) সদস্য। বাকিরা সিরিয়ার বেসামরিক নাগরিক। খবর আল জাজিরার।

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে দামেস্কে হামলার এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।

সিরীয় সেনাবাহিনীর দাবি, গোলান মালভূমি থেকে ঘনবসতিপূর্ণ এলাকাকে হামলার টার্গেট করা হয়। জোরালো বিস্ফোরণে সেখানকার একটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়। হামলার শিকার হওয়া এলাকাটিতে রয়েছে বিমানঘাঁটি, জাতিসংঘের দফতর, বিভিন্ন দেশের দূতাবাস ও সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বাসভবন।

এ ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি তীব্র নিন্দা জানিয়েছেন। কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply