সার রফতানিতে যাচ্ছে বাংলাদেশ

|

আগামী বছর থেকে বাংলাদেশ সার রফতানিতে যাবে। সার নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বললেন, দেশে ২৮শ’ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে, আগামী মৌসুমে সারের কোনো সঙ্কট হবে না।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরও জানান, চলমান সঙ্কটের সময়ে বাসা-বাড়ির তুলনায় শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ভারতীয় হাইকমিশনারের সাথে বাণিজ্য, আমদানি-রফতানি ও প্রযুক্তি খাত নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন সরকারের সাথে পরবর্তী ৫ বছরে কী কী করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। রুপিতে ব্যবসা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও কথা হয়েছে। এসএমই খাতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহও জানান প্রণয় ভার্মা।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply