ইসরায়েলি আগ্রাসনে একদিনে ১৬৫ ফিলিস্তিনি নিহত

|

প্রিয় সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এক প্রবীণ ফিলিস্তিনি। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। যুদ্ধ শুরুর ১০৭তম দিনে এসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৯২৭ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেলো ২৪ ঘণ্টায় অন্তত ১৬৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি বর্বরতা চালানো হয়েছে রাফাহ এলাকায়। রাফাহতে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৪ আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নুসাইরাত, জাবালিয়া শরণার্থী শিবিরেও চলেছে ভয়াবহ হামলা। বোমাবর্ষণ অব্যাহত আছে খান ইউনিসেও।

এদিকে, গাজায় আরও এক ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ১৯৫ সেনার মৃত্যু নিশ্চিত করেছে তেল আবিব। গাজার তিন মাসের অভিযানে নিহত সেনার সংখ্যা চারশর বেশি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply