আরও দুই মামলায় আমীর খসরুর জামিন, বাকি রইলো ২

|

ফাইল ছবি

রাজধানীর রমনা থানার একটি ও পল্টন মডেল থানার আরও একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে ১০টি মামলার মধ্যে ৮টিতে জামিন পেলেন বিএনপির এই নেতা।

রোববার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে তাকে দুই মামলায় জামিন দেন। বাকি দুই মামলার অধিকতর শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এদিন, জামিন চেয়ে আমীর খসরুর করা আবেদনের শুনানি করেন আইনজীবী আসাদুজ্জামান, মহিউদ্দিন চৌধুরী ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাপস পাল।

এর আগে, বৃহস্পতিবার রমনা থানার দুই ও পল্টন মডেল থানার দুই মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন একই আদালত। পরে আরও চার মামলায় শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করা হয়। বাকি থাকা দুই মামলায় জামিন পেলে আমীর খসরুর কারামুক্তিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

/এনকে/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply