মহেশপুর সীমান্ত থেকে ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০ টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ ভাবে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় এক বাংলাদেশী ভারত সীমান্ত থেকে দেশে ঢোকার পথে গতিরোধ করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply