‘ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে’

|

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ জনমনে মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। তারা বলছেন, সরকার এই আইনের মাধ্যমে কন্ঠরোধ করতে চাইছে। কর্তৃত্ববাদী শাসন আরও চূড়ান্তভাবে প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে সরকার। আজ সোমবার রাজধানীর লেকশোর হোটেলে বিএনপি আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

সভায় বিএনপি’র কয়েকজন কেন্দ্রীয় নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও কূটনীতিকরাও কথা বলেন। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ধূলিস্যাৎ করতে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন করেছে। তিনি বলেন, সরকারের আইন মানা হবে না, কারণ এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। নিজেদের নিরাপত্তার জন্য সরকার আইন করছে উল্লেখ করে ডক্টর মোশাররফ বলেন, শেষ সময় খড়কুটো আকড়ে বাঁচার চেষ্টা করছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply