তীব্র শীতে ৫ জেলায় বন্ধ প্রথমিক ও মাধ্যমিকে পাঠদান

|

শীতের তীব্রতার কারণে পাবনা, নাটোর, রাজশাহীসহ কয়েকজেলায় স্থগিত ঘোষণা করা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে পাঠদান। মৃদু শৈত্যপ্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম সেসব জেলায় নেয়া হয় এই সিদ্ধান্ত। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই ঘোষণা আগে থেকে না দেয়ায় বিপাকে ও অনিশ্চয়তায় পড়তে হয়েছে শিক্ষার্থীদের। তীব্র এই শীতের মধ্যে বিদ্যালয়ে যাওয়ার পর অনেকে জানতে পেরেছেন বন্ধের কথা।

তবে এবার, পাবনা, নাটোর, রাজশাহী, জয়পুরহাট ও কুড়িগ্রামে আগে থেকেই স্থগিতের ঘোষণা দেয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply