সিঙ্গাপুরে নেয়া হয়েছে বিএনপি নেতা খন্দকার মোশাররফকে

|

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনকে। রোববার (২১ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সহধর্মিনী বিলকিস আখতার হোসেনসহ দুই ছেলে তাকে নিয়ে ঢাকা ত্যাগ করেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিএনপির এই নেতাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়েছে ।

গত বছরের ১৬ জুন দলীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ হোসেন। তখন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ জুন তাকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়। দুই মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন তিনি। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত হন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর এখন তাকে পুনরায় সিঙ্গাপুর নেয়া হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply