২০২৩ বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই মিশন শুরু করেছিল পাকিস্তান। তবে নামের প্রতি সুবিচার করতে পারেনি বাবর-রিজওয়ানরা। এরপর থেকেই তাদের পথ হারানো শুরু। যেটা চলছে এখনও। মাঠের ক্রিকেট তো আছেই, মাঠের বাইরেও এলোমেলো পাকিস্তান ক্রিকেট।
রোববার শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় মাত্র একটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্সে আরও সমালোচনার ঝড় বইছে পাকিস্তান ক্রিকেটে। কিউইদের এই সিরিজেই পরিবর্তন আনা হয় পাকিস্তানের ওপেনিংয়ে। বাবরের যাওয়া ওপেন করেন আইয়ুব। তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনলেও পরিবর্তন আসেনি ফলাফলে। দলকে ভালো ভিত গড়ে দিতেও ব্যর্থ রিজওয়ান-আইয়ুব জুটি।
তাইতো ওপেনিং জুটি নিয়ে নিজের আক্ষেপের কথা জানান পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। ঠিকভাবে চলা ওপেনিং জুটি ভাঙার ফলেই দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজওয়ান বলেন, আপনি বলতে পারেন এটি পাকিস্তানকে আঘাত করেছে। ওপেনিং জুটির ব্যাপারে আমরা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন এবং হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি শুধু এটুকুই বলতে পারি, বাবর ভাইয়ের মন অনেক বড়। আমরা দুজন সম্মত হয়েছি যে, কোনো সমস্যা নেই, ম্যানেজমেন্ট যেটি চেষ্টা করতে চায়, তাদের সেটি করতে দেয়া উচিত।
রিজওয়ানের এমন মন্তব্যের পরই চড়াও হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। রীতিমত কথার তীর ছুঁড়েছেন রিজওয়ানের দিকে।
মোহাম্মদ আমির রিজওয়ানের উদ্দেশে বলেন, ভাই আপনি চার বছর মজা করেছেন। তরুণরা চার ম্যাচে ব্যর্থ হলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। নতুন জিনিস চেষ্টা করলে আপনাকে তাদের সময় দিতে হবে। এটি খুবই সহজ বিষয়।
কিউইদের সিরিজের আগে টি-টোয়ান্টিতে খেলা নিয়ে সংশয় ছিল বাবর-রিজওয়ানের। তবে এই সিরিজে দলীয়ভাবে না হলেও ব্যক্তিগতভাবে ব্যাট হাতে ভালোই জবাব দিয়েছেন এই দুই তারকা। ৫ ম্যাচের সিরিজে রিজওয়ানের ১৮৪ রানের পাশাপাশি পাকিস্তানের সর্বোচ্চ ২১৩ রান এসেছে বাবরের ব্যাট থেকে। বাবর সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হন।
/এনকে
Leave a reply