ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেলজিয়ামে বিক্ষোভ

|

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হয়েছে দেশটির রাজধানী ব্রাসেলসে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

রোববার (২১ জানুয়ারি) ফিলিস্তিনের পতাকা-প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। এর পাশাপাশি যুদ্ধবিরতির কার্যকরের আহ্বান জানান আন্দোলনকারীরা। এ সময় গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবক সংগঠনের ওপর ইসরায়েলি হামলা বন্ধেরও দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজায় তিন মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ২৫ হাজার একশ। এরইমধ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply