ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা- মেয়েসহ নিহত ৩

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটির চালকসহ আহত হয়েছেন চারজন। ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকিরমোড় চেরুমন্ডল এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় কালীবাড়ী থেকে আসা যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় অটোতে থাকা যাত্রী মা-মেয়েসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশাটির চালকসহ গুরুতর আহত অবস্থায় ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছরের কন্যা সন্তান আদিবা এবং অপরজন হলেন গোড়শাইল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মিনাল চন্দ্র।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহমদ জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply