রাজধানীতে তাপমাত্রা আরও কমলো

|

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আরও নামলো তাপমাত্রার পারদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

ঠান্ডা বাড়লেও রাজধানীতে কমেছে ঘন কুয়াশার দাপট। সকাল থেকেই ঢাকার আকাশে সূর্যের দেখা মিলছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশাও পড়তে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

এর আগে, সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসেই দেয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply