কলম্বিয়া উপকূলে ৮শ’ কেজি কোকেন জব্দ

|

ছবি: সিবিএস নিউজ।

ডুবোযানে পাচার করা হচ্ছিলো ২ কোটি ৭০ লাখ ডলারের মাদকদ্রব্য। তবে ধরা পড়লো কলম্বিয়ার নৌবাহিনীর অভিযানে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে দেশটির সাঁড়াশি অভিযানে দ্বিতীয়বার উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য। জব্দ করা হয় প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের একটি নৌযান। ভেতরে মেলে ৮শ’ কেজি কোকেন। বাংলাদেশে ধরা পড়া কোকেনের দাম প্রায় ২৯৬ কোটি ৩৭ লক্ষ টাকা।

ধারণা করা হচ্ছে, মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দিকে যাচ্ছিলো যানটি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কলম্বিয়ার নৌবাহিনী। মাদক জব্দের পাশাপাশি আটক করা হয় তিন ক্রুকে। বিশ্বের সবচেয়ে বড় কোকেন রফতানিকারক দেশ- কলম্বিয়া। প্রতিবছর ৯০ শতাংশ মাদকের যোগান দেয় লাতিন দেশটি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply