শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে হঠাৎ অজ্ঞান প্রায় হয়ে পড়েন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গেলো বছর নভেম্বরেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ৭৯ বছর বয়সী-জোসেপ বোকাই। বয়স, শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন ব্যাপারে নানা আলোচনা-সমালোচনায় নির্বাচিত হয়েছিলো তিনি।
সোমবার, রাজধানী মনরোভিয়ায় প্রচণ্ড গরমে বহিরঙ্গন একটি অনুষ্ঠানে শপথ গ্রহন করতে উপস্থিত হন তিনি। বক্তৃতা দিতে মঞ্চে যাবার আগেই অসুস্থতা বোধ করায় সংক্ষিপ্ত করে দেয়া হয়েছিল তার ভাষণটি। তবে মঞ্চে এসেও গরমের তীব্র তাপে বার বার বক্তৃতার মাঝে অজ্ঞান প্রায় অবস্থায় পড়ায় বিরতি নেয়া হয় অনুষ্ঠানে।
পরবর্তীতে, আবারও একই অবস্থা হলে তাকে মঞ্চ ত্যাগ করতে সাহায্য করে দেহরক্ষীরা। আকস্মিকভাবে অনুষ্ঠান শেষ হলেও, প্রেসিডেন্ট স্বাভাবিক হবার পর অফিস থেকেই শপথ সম্পন্ন করেন তিনি।
\এআই/
Leave a reply