চীনের ইউনানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। খবর রয়টার্সের।
শঙ্কা আছে, আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ শতাধিক মানুষকে। প্রাথমিক তদন্তে জানা যায়, রোববার (২১ জানুয়ারি) ব্যাপক তুষারঝড় হয় অঞ্চলটিতে। আর তারই জেরে ধসে পড়ে ৬০ মিটার উঁচু একটি পাহাড়।
চারপাশ পর্বতঘেরা হওয়ায় প্রায়শই এখানে ঘটে ভূমিধস, বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। ২০১৩ সালেও ভূমিধসের ঘটনায় অঞ্চলটিতে প্রাণহানি হয়েছিলো অন্তত ১৮ জনের।
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৯ মিনিটে কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশের আকসু অঞ্চল। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রর (সিইএনসি) তথ্য অনুসারে, ৭ দশমিক ১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এতে মাটির নিচে চাপা পড়েছে ১৮টি বাড়ি ও প্রায় অর্ধশতাধিক মানুষ।
/এএম
Leave a reply