তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৭০ কোটি টাকার এলএনজি সংগ্রহ করবে পেট্রোবাংলা।
এই সভায় ২ হাজার কোটি টাকার ১২টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্যে ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ব্যয় হবে ১০৫ কোটি টাকা।
এর আগে, গত রোববার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বায়ক করে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১০ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীও থাকছেন কমিটিতে।
/এমএন
Leave a reply