গাজায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছে ফিলিস্তিনি এক শিশু। মঙ্গলবার (২৩ জানুয়ারি) উদ্ধার হওয়া এক শিশুর ভিডিও প্রকাশ করে গাজার অসামরিক প্রতিরোধ ব্যবস্থা। জানিয়েছে এবিএস-সিবিএন নিউজ।
ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা যখন তাকে বের করে আনছে, তখন শিশুটির মুখে ধ্বনিত হয় ‘আল্লাহু আকবার’ স্লোগান। হাতে দেখা যায় বিজয়ের চিহ্ন ‘ভি’। ধ্বংসস্তূপের নিচে সে কতোক্ষণ আটকা ছিলো, সে ব্যাপারে জানা যায়নি কোনো তথ্য।
উল্লেখ্য, তিন মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার আগ্রাসনের শিকার হচ্ছে বেসামরিক নাগরিকরা। যাদের মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু।
/এএম
Leave a reply