ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার বিশ্বকাপে নামবেন রোহিতদের বিরুদ্ধে!

|

ছবি: সংগৃহীত

ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার বিশ্বকাপে নামবেন ভারতেরই বিরুদ্ধে! এমন কিছুই হতে চলেছে ক্রিকেট বিশ্বে। আর মাত্র দু’মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন উন্মুক্ত চাঁদ। প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ায় দলকে নেতৃত্ব দেয়ার সুযোগও এসে যেতে পারে তার সামনে।

২০১২ সালে উন্মুক্তের অধিনায়কত্বেই যুবাদের বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বছরই বিশ্বক্রিকেট প্রথম শুনে বাবর আজমের নাম। বাবর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেও উন্মুক্তের ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি।

সিনিয়র দলের হয়ে কখনও খেলার সুযোগ পাননি উন্মুক্ত। তাকে ভবিষ্যতের তারকা মনে করা হলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলায় ভারত বনাম আমেরিকা ম্যাচ হতে চলেছে ১২ জুন। একসময়কার নিজের প্রাক্তন দেশের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন উন্মুক্ত। রোহিত শর্মার দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করতে নারাজ উন্মুক্ত চাঁদ।

উন্মুক্ত চাঁদ বলেন, খুব অদ্ভুত লাগছে ভারতের বিরুদ্ধে নামবো ভেবে। কিন্তু ভারতের হয়ে খেলা থেকে অনেক দিনই অবসর নিয়েছি। তখন থেকেই ভারতের বিরুদ্ধে খেলার ভাবনা মাথায় ছিল। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে নিজেকে পরীক্ষায় ফেলার সুযোগ হাতছাড়া করতে চাই না।

২০২১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন উন্মুক্ত। বর্তমানে খেলছেন লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ২০২২ সালে প্রথম ভারতীয় হিসাবে খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসর হয়ে। ভারত এ টিম, বয়সভিত্তিক ভারতীয় দল ছাড়াও আইপিএলে রাজস্থান রয়ালস, দিল্লী ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন উন্মুক্ত। এছাড়াও বিপিএলে গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েও খেলেছিলেন উন্মুক্ত চাঁদ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply