সায়মা ওয়াজেদ পুতুলকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে শুভেচ্ছা জানিয়েছেন জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড মিটিংয়ে সায়মা ওয়াজেদ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত কোন বাংলাদেশির এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্ব পেলেন। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি (সায়মা ওয়াজেদ) অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে ইতোমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল বলেন, তার মতো একজন দক্ষ ব্যক্তিত্ব দায়িত্ব পাওয়ায় চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে নিশ্চিত অগ্রগতি আসবে। তিনি জানেন কীভাবে কাজগুলো করতে হবে। তার দায়িত্বপ্রাপ্তি স্বাস্থ্য মন্ত্রণালয় গর্ব অনুভব করছে জানিয়ে মিস সায়মা ওয়াজেদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫৪তম নির্বাহী বৈঠক সোমবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। এরপরই ১ ফেব্রুয়ারি থেকে ড. সায়মা ওয়াজেদ দায়িত্ব পালন শুরু করবেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply