ইতালির ফুটবলার লুইজি জিজি রিভা আর নেই। ৭৯ বছর বয়সি এই ইতালিয়ান তারকা পরপারে পাড়ি জমিয়েছেন। এখন পর্যন্ত জিজিই দেশটির জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে বাসায় হৃদরোগের সমস্যা ধরা পড়লে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসাও চলছিল তার। ইতালির হয়ে এই কিংবদন্তি ৪২ ম্যাচে করেছেন ৩৫ গোল।
১৯৭০ সালে পেলের ব্রাজিল যেবার বিশ্বকাপ জেতে, সেবার রানার্স আপ হয়েছিল ইতালি। সেই দলটির হয়ে খেলেছেন রিভা। ১৯৬৯ সালে ব্যালন ডি’অর জন্য রানার আপও ছিলেন তিনি।
প্রসঙ্গত, রিভা পুরো ক্যারিয়ারে খেলেছেন একটি ক্লাবে। সেটি কালিয়ারি। তার সময়েই ক্লাবটি ‘সিরি আ’ ইতিহাসে নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল ১৯৭০ সালে। সেবার সিরি আ’র সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ক্লাবটির সম্মানসূচক প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।
\এআই/
Leave a reply