রাজনীতির চেয়ে অর্থনৈতিক কূটনীতি জোরালো করতে চায় ঢাকা: পলক

|

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজনীতির তুলনায় অর্থনৈতিক কূটনীতি জোরালো করতে চায় বাংলাদেশ। দেশে রফতানি আয় বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে ঢাকা-বেইজিং একযোগে কাজ করবে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে ৬টি প্রকল্পে বেইজিংয়ের সহায়তা চায় ঢাকা। এক্ষেত্রে, পোস্ট, টেলিকম ও আইসিটি সেক্টরে ১ বিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিট চাওয়া হয়েছে।

ছয়টি প্রকল্পের মধ্যে রয়েছে আইসিটি নেটওয়ার্ক, জাতীয় ডেটা সেন্টার, টেলিকমিউনিকেশনের আধুনিকায়ন, ডিজিটাল কানেক্টিভিটি, ইউনিয়ন পর্যায়ে ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণ।

এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গঠনে চীনের সহায়তায় ৫টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সামনে এই সম্পর্ক আরও জোরালো হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply