মালিতে স্বর্ণখনির সুড়ঙ্গধস, নিহত ৭৩

|

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনির সুড়ঙ্গধসে ৭৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় ভূতত্ত্ব ও খনি বিষয়ক সংস্থা।

জানা গেছে, গত শুক্রবার (১৯ তারিখ) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুয়োলি-কোরো এলাকায় হয় এ দুর্ঘটনা। সে সময় ২ শতাধিক শ্রমিক কাজ করছিল খনিটিতে। হঠাৎ সুড়ঙ্গধসে কেঁপে ওঠে আশপাশের এলাকা। চাপা পড়ে শ্রমিকরা।

অঞ্চলটির একজন দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ সিদিবে বিবিসিকে বলেছেন, সেখানে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি। তবে খনি ধসের কারণ সম্পর্কে জানা যায়নি এখনও।

প্রসঙ্গত, বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি মালি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। তাই দরিদ্র দেশ মালিতে প্রায়ই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিপজ্জনক হওয়া সত্ত্বেও অনেক অনুমোদনবিহীন ও পরিত্যক্ত খনিতে বেআইনীভাবে কাজ করে শ্রমিকরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply