জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা ইসরায়েলের

|

ইসরায়েলি আগ্রাসন থেকে ছাড় পাচ্ছে না জাতিসংঘের আশ্রয়কেন্দ্রও। বুধবার (২৪ জানুয়ারি) রাতভর হামলায় প্রাণ গেছে ৯ জনের। আরও ৭৫ আশ্রিত আহত। এমনটা জানিয়েছে রয়টার্স।

কয়েকজনের অবস্থা গুরুতর। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা জানিয়েছে, এলাকাটি লক্ষ্য করে ট্যাংক থেকে টানা গোলাবর্ষণ করা হয়। ৩০ থেকে ৪০ হাজার ফিলিস্তিনির মাথা গোঁজার ঠাঁই কেন্দ্রটি।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। জাতিসংঘ জানিয়েছে, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার জন্য এই বিশাল কম্পাউন্ডে হামলা করেছে ইসরায়েল। যেটা ‘গণহত্যা’র শামিল।

জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। তাদের সেনাবাহিনীর দাবি, সেনাদের অভিযানের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আশ্রয়কেন্দ্রটিতে হামাসের হামলার সম্ভাবনাও যাচাই করছে। খান ইউনিসের প্রধান দুই হাসপাতাল ঘিরেও অব্যাহত আগ্রাসন। প্রতিহতের চেষ্টা করছে হামাস যোদ্ধারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply