গাজার রাফাহ সীমান্তেও ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৪ জানুয়ারি) হামলার শিকার হয়েছে একটি মসজিদও। জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।
মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আল তানুর এলাকায় মসজিদটি লক্ষ্য করে সরাসরি বোমা ছোড়ে ইসরায়েলি বাহিনী। পুরোপুরি বিধ্বস্ত হয় ভবনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। সেখানে উদ্ধার তৎপরতা চালায় স্থানীয়রা।
ইসরায়েলি আগ্রাসনের বর্তমান কেন্দ্র খান ইউনিসের বাসিন্দাদেরও রাফাহ সীমান্তের দিকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগে থেকেই অঞ্চলটিতে আশ্রয় নিয়েছে ১৪ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর অভিযান-নৃশংসতা অব্যাহত রয়েছে গাজার অন্যান্য এলাকায়ও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১০ জনের। আহত ৩৮৬ জন।
গাজা উপত্যকায় সাড়ে তিন মাস ধরে চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ২৫ হাজার ৭শ’।
/এএম
Leave a reply