ভোলায় গ্যাস অনুসন্ধানে ৯টি কূপ খননের উদ্যোগ

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোলাদ্বীপ গ্যাসসমৃদ্ধ অঞ্চল। এখানে আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পণ জরিপ করা হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। পাইপলাইন দিয়ে ৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূ-খণ্ডে নেয়া হবে বলেও জানান।

নসরুল হামিদ জানিয়েছেন, অগ্রাধিকারভিত্তিতে ভোলার পৌর এলাকাগুলোতে আবাসিক ও শিল্প গ্যাস সংযোগ দেয়া হবে, যাতে ভোলায় কর্মসংস্থান সৃষ্টি হয়। এরইমধ্যে ভোলার গ্যাস দিয়ে জেলায় একটি সার কারখানা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যা আগামীকাল উদ্বোধনের করার কথা রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply