ভারতের বিরুদ্ধে গুপ্তহত্যা চালানোর অভিযোগ পাকিস্তানের

|

পররাষ্ট্র সচিব মুহাম্মদ সাইরাস কাজী। ছবি: গেটি ইমেজ

ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে গুপ্তহত্যা চালানোর অভিযোগ তুলেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জানায়, দুই পাকিস্তানি হত্যার সঙ্গে ভারতের যোগসূত্রের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে। 

গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পাকিস্তানের নাগরিক মুহাম্মদ রিয়াজ ও কাজী শহিদ লতিফের মৃত্যু হয়। সেপ্টেম্বরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হত্যা করা হয় রিয়াজকে। আর অক্টোবরে হত্যাকাণ্ডের শিকার হন শহিদ লতিফ। ইসলামাবাদের দাবি, এ দুটি ঘটনার সঙ্গে কানাডায় শিখ নেতা হত্যাকাণ্ডের ঘটনার মিল রয়েছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লির পাল্টা অভিযোগ, নিজেদের দোষ অন্যের ওপর চাপাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব মুহাম্মদ সাইরাস কাজী বলেন, আমাদের কাছে পাকিস্তানের মাটিতে দুই পাকিস্তানি নাগরিককে হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে। ভারতীয় এজেন্টরা বিভিন্ন সেফ হ্যাভেন থেকে অপরাধীদের অর্থ দিয়ে এসব গুপ্তহত্যা চালায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply